April 5, 2010

The Bengali fonts

Sometimes my thoughts are best expressed in Bengali. I simply let my thoughts flow and write as if I am talking to myself. Of course, it is best to write and read Bengali in the Bengali font; and for the past one year I was trying to make the Bengali font software work in my computer and write using it. I would also read others writing using Bengali font in the BMTP community where I myself write from time to time, and this made my wish more strong..

I had downloaded and installed the software long ago, but never managed to write a complete paragraph using it.

The first problem was using the keyboard. I have European keyboard, and of course the default keyboard layout is set to that. However, if I try to type using the software in Bengali fonts, it sets the keyboard layout to English and I am here lost in the keyboard, not knowing which key is which. It is easy to remember that ‘z’ and ‘y’ have interchanged places. But I forget even that when I type in a flow, not looking so much at the keyboard. And the special symbols become a complete mess. I need them more than to simply use them for punctuation. I need them to write the conjugated alphabets and special phonetics. It is so annoying if I suddenly get stuck up with a word because I don’t know where a particular symbol is on the keyboard!
The other reason that I was sort of procrastinating using the software is that it is slow to type like that. I have to type keeping in mind the phonetics. And when I am writing Bengali using English fonts, I sort of follow the phonetics of course, but not to the exact precision. So, well, it is slow slow. By the time I finish typing two sentences, the flow is lost, and the mood of writing is lost. And simply I leave the software, shifting to normal English fonts!

But finally this time, I was really determined to try. I had this free evening and I was thinking of making one of my previous posts here in this blog (Lost home) into Bengali for the community. And this time it had to be using Bengali fonts. It was a bit easier as I already had the post ready, my thought already put into words; the only work was typing that in Bengali.

So with all enthusiasm I started. And it took me forever. Sometimes I was not sure how to write a particular word! I was stuck up in the middle and didn’t know how to write the 'ঙ্গ' of 'জঙ্গল', and many more of the conjugated alphabets. Sometimes forgetting to use the uppercase alphabets, I was turning 'বড়ো' into 'বর', and other times jumbling up with '', '', '' which are supposed to be written as sh/S, Sh, s respectively with mere messing up with lower/upper cases. '' is written with '^'; and as the layout had changed, I had no clue where to find the '^'. And same it was with finding 'inverted commas' and other punctuations. And so on.. It took me the whole evening to type something that I could have easily done in less than half an hour if I was not trying to use the Bengali fonts.

But in the end it was all worth the effort and the experience was satisfying. It felt so good to see finally myself using the Bengali fonts to write Bengali in the computer. It was easy, comfortable and a great pleasure to read it later, even though it had a few spelling mistakes. It was simply perfect to see myself writing in my mother tongue using the original fonts…

I was never a computer girl, and I remember how in school we started using the computer. It was amazing and even impossible for me to think of typing in Bengali fonts back in those days. And today I typed in Bengali myself for the first time. It is amazing to experience a impossible thought of then to turn into reality now..

Here below it is my first ever real Bengali post!

গৃহহীন

কলকাতায় আমাদের যেখানে বাড়ি, সেখানে এখন অব্দিও বেশ সবুজের ছোঁয়া ছিল। আসলে, আশেপাশে অনেক ফাঁকা জমি পরে আছে বাড়ি হওয়ার অপেক্ষায়। যদিও জানি একদিন সব ভরে যাবে কংক্রিটের জঙ্গলে, কিন্তু ততদিন আমরা উপভোগ করে যাচ্ছি এই সবুজকে। গাছপালা তো আর জানে না যে তারা মানুষের ইচ্ছায় সীমিত, তাই তারা বেরে চলেছে আপন মনে, আর নানান পাখি, জন্তু-জানোয়াড় গড়ে তুলেছে তাদের বাসস্থান।

আমাদের বাড়ির ঠিক পিছনের এই ফাঁকা জমিটাতে দাঁড়িয়ে ছিল দুটো বড়ো বড়ো গাছ। আর, চারিদিক ভরা ছিল নানা ঝোঁপঝাড়ে। এক বন্য সবুজের ছিল ভাব। গাছ দুটোতে ছিল নানা পাখির বাসা, আর ঝোঁপঝাড়-গর্তের মধ্যে বাড়ি খুঁজে নিয়েছিল ছট্টো ছট্টো জীব। সকাল বেলা ঘুম ভাঙ্গতো নানা পাখির কলতানে। কাক, চড়াই, শালিকের সাথে সাথে উড়ে আসতো নানা রকমের মাছরাঙা, কাঠঠোকরা, ঘুঘু, কাদাখোঁচা, বদ্রিকা, বউ-কথা-ক, টিয়া, বুলবুল, ফিঁঙের দল। ঝোপের ফাঁকে একটা বেজী হঠাত্ দৌড়ে গেল। আর কাঠবিড়ালী তার লেজটি তুলে আমাদের পাঁচিলে বসে কুটকুট করে খেত বাদাম। ককিল তার গানের সুরে জানাত বসন্তের আগমন। পড়ন্ত সূর্যের সাথে সাথে পাখিরা ফিরত তাদের বাসায়। কলরবে মুখর তারা কথা বলত নিজেদের মধ্যে, সারাদিন কি কি করল, কি কি দেখল, কটা পোকা ধরল। এই কলতান যেন হয়ে উঠত কোন শ্রেষ্ঠ সুরমূর্চ্ছনা। শান্তির আবেশ নিযে আসত এই এক টুকরো সবুজ। প্রকৃতি মা যেন কোল পেতে কাছে ডাকছে।

কিন্তু অবশেষে কেড়ে নেওয়া হলো এই সবুজের টুকরো এক ইমারতের প্রস্তুতিতে। যদিও জানতাম এ অবসম্ভাবী, তাও মন মানে না। জমিটির আসল মালিক ওটা বেঁচে দিয়েছেন, এবং নতুন মালিক ইতিমধ্যেই তার বাড়ি তৈরী করতে শুরু করে দিয়েছেন। আর তার প্রথম পদক্ষেপ ছিল ওই গাছ দুটি কেটে ফেলা।

সেই সকালটা শুরু হয়েছিল গাছের গায়ে কুড়ালের আঘাতের সাথে। আর, সন্ধ্যের মধ্যে ওই বড় গাছ দুটো মাটিতে পড়ে ছিল শুধুমাত্র কিছু কাঠ হয়ে। এক বেলার মধ্যে ওই একফালি শান্ত সবুজ পরিণত হয়েছিল এক বঞ্জর জমিতে। শীঘ্রই সেখানে গড়ে উঠবে এক আধুনিক বাসস্থান।
সেই বিকেলে যখন পাখিরা ফিরল, তাদের বাসা খুঁজে পেল না তারা। গাছ দুটো পরে আছে মাটিতে। আর, যেই বাসায় তারা ফিরে এসেছিল, তা আর নেই। বেজীরা বুঝল না, তাদের নিশ্চিন্তে লুকানোর জায়গাটা হঠাত্ কোথায় গেল। পাখির কলতান সেদিন বলছিল না তাদের সারাদিনের গল্প, তা শুধু বলছিল তাদের বিস্ময় মাখানো হতাশার কথা। কোন সুর ছিল না তাতে, ছিল শুধু গৃহহীন হওয়ার বেদনা, কান্না। বহুদিনের পরিশ্রমে একটি একটি খড়-কুটো জোগাড় করে তারা যেখানে বানিয়েছিল তাদের বাসা, এক নিরাপদ আশ্রয়, সেখানে এখন একটা একটা ইট দিয়ে গড়ে উঠবে অন্য কারোর বাড়ি। রাত পর্জন্ত তারা ব্যার্থ আশায় খুঁজে চলল, নালিশ জানাল। তারপর ক্লান্ত হয়ে ফিরে গেল, হেরে গেল। চলে গেল তারা। প্রকৃতি চিরতরের জন্যে ফিরিয়ে নিল মুখ। আর কোনো বসন্তে ডাকবে না কোন কোকিল সেখানে, ডিম পারার জন্যে কাকের বাসাটাই তো আর নেই।

শুধু আমরা কোনদিনও বোঝার চেষ্টা করলাম না যে আমাদের বাড়ির ভীত আমরা গড়ে তুলছি অন্য কারোর বাড়ির ধ্বংসাবশেষে।।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

ShareThis